Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাধারণ শাখা, যশোর
বিস্তারিত


নাগরিক সেবা

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান।

০১

এন জি ও বিষয়ক কার্যক্রম

মাসিক সভার মাধ্যমে এনজিওদের সামাজিক কল্যাণে উদ্ধুদ্ধকরণ ও তাদের কার্য্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

------------------

--------------------

০২

মুক্তিযুদ্ধা বিষয়ক কার্যাবলী

মৃত মুক্তিযোদ্ধাদের দাফন-কাফন বাবদ প্রাপ্ত অর্থ তাদের পরিবারের নিকট প্রদান। মুক্তিযোদ্ধাদের বিষয়ে যাবতীয় কার্যক্রম।

বরাদ্ধ প্রাপ্তির পর যতদ্রুত সম্ভব অগ্রাধিকার ভিত্তিতে প্রদান

----------------------

০৩

হজ্জ্ব সংক্রান্ত ও অন্যান্য ধর্মীয় কার্যাবলী

হজ্জ্ব গমণেচ্ছু ব্যক্তিগণ নির্ধারিত তারিখের মধ্যে হজ্জ্ব আবেদন ফরম পূরণ করে ব্যাংক ড্রাফট, ছবি, ঠিকানা সম্বলিত খাম ও ডাক টিকেট সহ হজ্জ্বের আবেদন ফরম ও আর্ন্তজাতিক পাসপোর্ট এ শাখায় জমা প্রদন করেন।

নির্ধারিত তারিখের মধ্যে হজ্জ্বের আবেদনপত্রগুলি হজ্জব অফিস, ঢাকায় প্রেরণ করা হয় এবং হজ্জ্ব যাত্রীদের তালিকা পুলিশ সুপার জেলা বিশেষ ও সিভিল সার্জন, কুমিল্লা বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়।

০৪

মহিলা বিষয়ক, কুটির শিল্প, বিসিক ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম সম্পাদন

মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম এবং কুটির শিল্প, বিসিক শিল্প নগরীর, ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম তদারকি।

--------------------------

০৫

সার বীজ মনিটরিং ও কীটনাশক

কৃষি মন্ত্রণালয় ও বিসিআইসি-এর মাধ্যমে ইউরিয়া ও নন ইউরিয়া সারের বরাদ্ধ পাওয়া যায়। প্রাপ্ত বরাদ্দকৃত সার বিসিআইসি সার ডিলারদের মধ্যে উপ-বরাদ্দ প্রদন করা হয়। বরাদ্দকৃত সার ডিলার কর্তৃক যথাসময়ে উত্তোলন ও বিতরণের বিষয়টি মনিটরিং- এর মাধ্যমে নিশ্চিত করা হয়।

প্রতি মাসে বরাদ্দ প্রাপ্তির সাথে সাথে ডিলারদের মধ্যে উপ-বরাদ্ধ প্রদান করা হয়।

ডিলার কর্তৃক বরাদ্ধকৃত সার যথাসময়ে উত্তোলনে ব্যর্থ হলে বা উত্তোলিত সার প্রকৃত কৃষকদের মধ্যে বিক্রয় না করে অন্যভাবে বিক্রয় করলে বিষয়টি জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়।

০৬

ফরমস ও ষ্টেশনারী

সরকারী বি,জি, প্রেস হতে খুলনা আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করে চাহিদা মোতাবেক সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়।

কিস্তি অনুযায়ী বরাদ্ধ প্রাপ্তির পর বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়

-------------------

০৭

নৃতাত্তিক জনগোষ্টি সংক্রান্ত

নৃত্তাত্তিক জনগোষ্ঠির তথ্য, সরকারী বরাদ্দ পূন:বর্ধন, প্রতিবেদন প্রেরণ।

-----------

--------------

To approve a single suggestion, mouse over it and click "✔"
Click the bubble to approve all of its suggestions.

চলতি প্রকল্পসমূহ




কার্যক্রম

 কেন্দ্রীয় পত্র গ্রহণ ও বিতরণ ‍ঃ ২ দিন (জেলা প্রাশাসক মহোদয়ের স্বাক্ষর সাপেক্ষে)
 কেন্দ্রীয় পত্র প্রেরণ-১ দিন

। এনজিও-দের নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ করা হয় সবোর্চ্চ ১৫ দিন তদন্ত সাপেক্ষে। (এনজিও ব্যুরোর নিদেশনা মোতাবেক)

 এনজিও-দের প্রত্যায়নপত্র প্রেরণ করা হয়সবোর্চ্চ ৩০-৪০ দিন তদন্ত সাপেক্ষে (স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর নিদের্শনা মোতাবেক)।

। ভূতুর্কি সারের বিক্রয় রশিদের জেলা প্রশাসক মহোদয়ের প্রতিস্বাক্ষর অনধিক ৭দিন

। 'মিলের আবেদন প্রাপ্তির সাত দিনের মধ্যে ইউএন ও এবং বিডিআর এর রিপোর্ট পাওয়ার পর লাইসেন্স প্রদানের জন্য বিভাগিয় বন কমর্কর্তার প্রেরণ।

। রাইছ মিল এর আবেধন প্রাপ্তির সাত দিনের মধ্যে ইউএন ও এবং বিডিআর এর পিপোর্ট পাওয়ার পর লাইসেন্স প্রদানের জন্য জেলা খাধ্য নিয়ন্ত্রককুমিল্লা এর নিকট প্রেরণকরা হয়

। হজ্জ বিষয়ে মন্ত্রণালয় কতৃর্ক নিধারিত সময়সীমা অনুসরণ করা হয়

। ১৪২৮ হিজরী সনের হজ্জে গমেনুচ্ছদের আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ-০৩-০৯-২০০৭ খ্রিঃ।

 তপসিলভুক্ত ব্যাংকে হজ্জের টাকা জমা ‍দিয়ে মূল পে-অর্ডার আনতে হবে। অফিসে কোন টাকা জমা নেয়া হয় না

১০। তফসিলভুক্ত ব্যাংক হজ্জের টাকা জমা দিয়ে মূল পে-অর্ডার আনতে হবে। অফিসে কোন টাকা জমা নেয়া হয় না

* সবুজ ক্যাটাগরিতে ১,১৪,৫৭৭/- (এক লক্ষ চরানব্বই হাজার পাঁচশত সাত্তার) টাকা মাত্র।

* নীল ক্যাটাগরিতে ১,৭৩,৪০২/- (এক লক্ষ তিয়ত্তর হাজার চার শত দুই) টাকা মাত্র।

১১। শাখায় যে কোন গুরত্বপূর্ণ ও অন্যান্য পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরীভিত্তিতে উপস্থাপন করা হয়ে থাকে


যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যালয়, যশোর।


অন্যান্য

0


ছবি
www.jessore.gov.bd/dcoffice_section/f558bdb6_1c4f_11e7_8f57_286ed488c766/sadaron saka.jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা